শিশুর দুধ দাঁতের যত্নে যা করবেন

 What to do in the care of baby's milk teeth

Milk teeth Baby teeth are called milk teeth, deciduous teeth, primary teeth, temporary teeth, nursing bottle teeth or baby teeth. Baby teeth start erupting at the age of 6 to 12 months. Which ends at the age of two and a half years.

A baby has a total of 20 milk teeth. 10 in the upper jaw and 10 in the lower jaw. These teeth are divided into four groups and numbered sequentially.

What to do in the care of baby's milk teeth

 

Does milk teeth fall out?
Yes, baby teeth fall out and new permanent teeth grow. Usually, children start teething at the age of 5-6 years. Baby teething ends at 11-14 years of age. Basically they are read in serial order. Besides, between the age of 5 years and 14 years of age, baby teeth and permanent teeth are present together.
1. Brushing and tooth care should start as soon as milk teeth start to emerge.

2. Let the baby drink breast milk till 2 years. Drink cow's milk after 2 years. It will help the teeth, jaws, bones and other parts of the body to grow healthy and strong.

3. Do not feed milk and sweet foods in baby feeders. Babies get a disease called 'nursing bottle syndrome' due to feeding through feeders. So that all teeth will have caries. Pain will be felt afterwards.

4. Make the child drink water immediately after eating sticky chocolate or sticky sweet foods (cakes, sweet biscuits, chips). You can also wipe the teeth by soaking cotton or clean cloth with water. It will reduce the chances of tooth decay. Otherwise the chances of decay or caries are very high.
5. Decayed baby teeth must be treated. Milk teeth will fall out and rise, treatment for this cannot be neglected. Negligence can cause serious danger.

6. Treating children's teeth is very difficult and difficult. So parental awareness is the only way to prevent tooth decay and keep children away from the dentist.
7. Of course, you should get your child to brush his teeth twice from a very young age. After breakfast in the morning and after dinner at night.

8. It is better not to give food like chocolate or chips to make the child happy. Tell your well-wishers as you would not give; So that they do not give these foods to your child.

Remember, this rule of brushing teeth is applicable and important for everyone, young, old and old.

COPY PASTE

শিশুর দুধ দাঁতের যত্নে যা করবেন

দুধ দাঁত। দুধ দাঁতকে মিল্ক টিথ, ডেসিডুয়াস টিথ, প্রাইমারি টিথ, টেম্পোরারি টিথ, নার্সিং বোতল টিথ বা বেবি টিথ বলা হয়ে থাকে। শিশুদের ৬ থেকে ১২ মাস বয়সে দুধ দাঁত ওঠা শুরু হয়। যা ওঠা শেষ হয় আড়াই বছর বয়সে।

একটি শিশুর মোট ২০টি দুধ দাঁত হয়ে থাকে। ওপরের চোয়ালে ১০টি এবং নিচের চোয়ালে ১০টি। এই দাঁতগুলোকে চার ভাগে বিভক্ত করে ক্রমানুসারে গণনা করা হয়।

দুধ দাঁত কি পড়ে যায়?
হ্যাঁ, দুধ দাঁত পড়ে নতুন স্থায়ী দাঁত ওঠে। সাধারণত ৫-৬ বছর বয়সে বাচ্চাদের দাঁত পড়া শুরু হয়। দুধ দাঁত পড়া শেষ হয় ১১-১৪ বছর বয়সে। মূলত ক্রমানুসারে সিরিয়াল অনুযায়ী এগুলো পড়ে থাকে। এছাড়া ৫ বছর বয়স থেকে ১৪ বছর বয়সে মানুষের মুখে দুধ দাঁত ও স্থায়ী দাঁত একসঙ্গে থাকে।
১. দুধ দাঁত ওঠা শুরু হলেই দাঁত ব্রাশ ও দাঁতের যত্ন শুরু করতে হবে।
২. বাচ্চাকে ২ বছর পর্যন্ত বুকের দুধ পান করাবেন। ২ বছরের পর থেকে গরুর দুধ পান করাবেন। এতে দাঁত, চোয়াল, হাড় ও শরীরের অন্য অংশ সুস্থ ও শক্তিশালী ভাবে গড়ে উঠতে সহায়তা করবে।

৩. বাচ্চাদের ফিডারে করে দুধ ও মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন না। ফিডারে করে খাওয়ার জন্য বাচ্চাদের ‘নার্সিং বোতল সিনড্রোম’ নামে একটি রোগ হয়। যাতে সব দাঁতে ক্যারিজ হবে। পরে ব্যথা অনুভব হবে।

৪. বাচ্চা স্টিকি চকলেট বা স্টিকি মিষ্টি জাতীয় খাবার (কেক, মিষ্টি বিস্কুট, চিপস) খাওয়ার পরপরই পানি পান করাবেন। এছাড়া তুলা (কটন) বা পরিষ্কার কাপড় পানি দিয়ে ভিজিয়ে দাঁতগুলো মুছে দিতে পারেন। এতে দাঁতে ক্ষয়রোগ হওয়ার সম্ভাবনা কমবে। অন্যথায় ক্ষয় বা ক্যারিজ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।
৫. ক্ষয়রোগে আক্রান্ত দুধ দাঁতের অবশ্যই চিকিৎসা করাতে হবে। দুধ দাঁত পড়ে গিয়ে উঠবে, এ জন্য চিকিৎসায় অবহেলা করা যাবে না। অবহেলা করলে ডেকে আনতে পারেন ঘোর বিপদ।

৬. শিশুদের দাঁতের চিকিৎসা করা অনেক কঠিন ও কষ্টসাধ্য। তাই বাবা-মার সচেতনতাই একমাত্র উপায় দাঁতের ক্ষয় রোধ করতে ও দাঁতের চিকিৎসক থেকে বাচ্চাকে দূরে রাখতে।
৭. অবশ্যই আপনার বাচ্চাকে দুইবার দাঁত ব্রাশ করার অভ্যাস করাতে হবে একদম ছোট বেলা থেকেই। সকালে নাস্তার পর এবং রাতে খাবারের পর।
৮. বাচ্চাকে খুশি করতে চকলেট বা চিপস জাতীয় খাবার না দেওয়াই উত্তম। আপনারা যেমন দেবেন না, তেমনই আপনার শুভাকাঙ্ক্ষীদের বলে দিন; যাতে তারা আপনার বাচ্চাকে এসব খাবার না দেয়।


মনে রাখা প্রয়োজন, দাঁত ব্রাশের এই নিয়ম ছোট, বড় ও বৃদ্ধ সবার জন্যই প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ।

সংগ্হীত

Share This
Previous Post
Next Post

We will Provid Update Firmware/Stock Rom/Flash File, Flash Tool, Latest News for Device/Box/Dongle Setup. Our Firmware Recover Your Dead Boot, Frp, Display and Camera Fix, All Kind of Viruses Remove and Easy Download Link.